শিমুল মূল নারী পুরুষের জটিল ও কঠিন রগের উপকারিতা ও ভেষজ গুণাগুণ
শিমুল মূলের উপকারিতা ও পরিচিতি, প্রিয় পাঠক আপনি যদি শিমুল মূলের উপকারিতা সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন।
শিমুল মূল
শিমুল গাছ এই গাছটিকে আমার মুলত শিমুল তুলা গাছ নামে চিনি এটির তুলা বেশ ভালো মানের তুলা হয়ে থাকে। যার কারনে বাজারে শিমুল তুলা গাছের চাহিদা অনেক বেশি। শিমুল গাছ প্রায় ৩০০ ফুট লম্বা হয়ে থাকে। গাছটির গায়ে প্রচুর কাটা থাকে পাতাগুল সবুজ ও লম্বা হয়।
শীতের শেষে পাতা ঝরে যায় পরে বসন্তের ফুল ফোটে ফুলগুলি লালচে বর্ণের হয়। দেখতে দারুন লাগে ফুলের ভেতরে তৈরি হয় বিজ। যে বিজ থেকে তুলা হয় এ ছাড়া নারী পুরুষের জটিল কঠিন রোগ সহ এই গাছটির প্রচুর ঔষধি গুন আছে। যার কারনে ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানিদের কাছে শিমুল মূল খুবই গুরুত্বপূর্ণ একটি ভেষজ উদ্ভিদ।
শিমুল মূলের উপকারিতা বা কার্যকারিতা
শিমুল মূলের নারী পুরুষ উভয়েরই বহু ধরনের উপকারিতা রয়েছে তার মদ্ধে প্রধান উপকারিতা গুলো তুলে ধরলাম।
কষা
যাদের কষা আছে তাদের জন্য শিমুল মূল খুবই কার্যকারী এটি আমি নিজেই প্রমান আপনার যদি পুরনো কষা হয়ে থেকে এটি নিয়মিত এক সপ্তাহ খাবেন যদিও দুই দিনেই এর ফলাফল পাওয়া যায় কিন্তু আমি বলবো আপনি টানা এক সপ্তাহ শুধু রাতে খাবেন ইনশাআল্লাহ্ আপনার কষা সমস্যা সমাধান হয়ে যাবে।
যৌন ক্ষমতা বৃদ্ধি
শিমুল মূল শারীরিক শক্তি বৃদ্ধি করে এবং যাদের ধাতু দুর্বল তাদের জন্য শিমুল মূল অনেক উপকারি। ধাতু দুর্বলের জন্য আপনি এটি সকাল সন্ধ্যা খেতে পারেন। এটি পুরুষের বীর্যের ঘনত্ত বাড়ায় এবং স্বামী স্ত্রীর যৌন মিলনে অধিক সময় পাওয়া যায়।
বড় ধরনের আমাশয়
আমাশয় একটি কমন ব্যাধি শব বয়সের মানুষের হয় তবে শিমুল মূল শব বয়সের মানুষ খেতে পারে তবে আমাশয়ের ক্ষেত্রে শিমুল মুলের আঁশ চূর্ণ করে ছাগলের দুধের সঙ্গে মিশিয়ে ক্ষেতে হবে।
মহিলাদের রক্তস্রাব
যে মহিলাদের রক্তস্রাব হয় তাদের মেজাজ সবসময় খিটখিটে স্বভাবের হয় এবং সরিরের বল শক্তি হারিয়ে ফেলে এবং শারীরিক সৌন্দর্য নষ্ট হয় এটির স্থায়ী কন চিকিৎসা পাওয়া যায়না যেটা পাওয়া শেটা স্থায়ী হয়না এবং অনেক অর্থ খরচ হয় সে ক্ষেত্রে শিমুল মূল একটি ঘরোয়া চিকিৎসা হলেও এটি মহিলাদের রক্তস্রাব বন্ধে ব্যাপক কার্যকর।
ফোঁড়া বা ঘা
শিমুল মূলের উপকারিতা বলে শেষ করা জাবেনা এটি দারা যাদের ফোঁড়া বা অনেকেই বিষফোঁড়া বলে থাকে তাদের জন্য শিমুল গাছের ছাল ভিজিয়ে রেখে দিনে একবার বা দুইবার ফোঁড়ায় লাগিয়ে দিলে ফোঁড়া বা ঘা সেরে যাবে।
শিমুল মূল কোথায় পাওয়া যায়
শিমুল মূল বা শিমুল তুলা গাছ বাংলাদেশের প্রায় শব যায়গাতেই পাওয়া যায় এমনকি এটি এশিয়ার প্রায় শব দেশেই পাওয়া যায়, এবং দেশের যেকোনো শহর বাজারে বনাজি ঔষধ বিক্রেতা বা শরবত বিক্রেতার কাছে পাওয়া যায়।
শিমুল মূলের চারা রোপণ কিভাবে করবেন
আপনি চাইলে শিমুল মূলের চারা রোপণ করতে পারেন বসন্তের শেষে শিমুলের শাঁখা কেটে লাগালে চারা তৈরি হয় এবং শিমুল গাছের বিজ থেকেও চারা তৈরি করা যায়।
এমন সব স্বাস্থ্য বিষয়ক পোস্ট পেতে CREATIVEA2Z এর সাথে থাকুন ‘আল্লাহ হাফেজ’
0 Comments